মোঃ সৈকত হোসেন,নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাসে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে জুলাই সনদ ও পি.আর. পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ জনসমাবেশে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন আবু বক্কর সিদ্দীক।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নূরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হাকিম। এছাড়াও লালপুর-বাগাতিপাড়া আসনের এমপি পদপ্রার্থী আব্দুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “বাংলাদেশ এখন পরিবর্তনের পথে। এবার বাংলাদেশ শাসন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের মানুষ জানে, জামায়াতে ইসলামীতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ বা ঘুষখোর নেই। এমন দাবি অন্য কোনো দল করতে পারবে না।”

একটি মন্তব্য পোস্ট করুন