মালয়েশিয়া প্রতিনিধিঃ মোঃ রফিকুল ইসলাম
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসানকে সম্মানজনক বিদায় জানালো কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) হাইকমিশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয়েছিল এক আবেগঘন মুহূর্তে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা। উপস্থিত ছিলেন হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা ও প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি। বক্তারা বলেন, শামীম আহসানের যোগ্য নেতৃত্বে প্রবাসীদের সেবার মান উন্নত হয়েছে, একই সঙ্গে দুই দেশের সম্পর্কও আরও দৃঢ় হয়েছে।
বিদায়ী বক্তব্যে শামীম আহসান বলেন—
"আমি সবসময় চেষ্টা করেছি প্রবাসীদের পাশে থেকে তাদের আপনজন হয়ে কাজ করতে। তাদের ন্যায্য দাবি ও সমস্যাগুলো তুলে ধরা, কনস্যুলার সেবা সহজ করা এবং একটি মানবিক পরিবেশ নিশ্চিত করাই ছিল আমার প্রথম অঙ্গীকার।"
তিনি আরও যোগ করেন, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা ও প্রবাসীদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সরকার, মালয়েশিয়া সরকার এবং প্রবাসীদের সহযোগিতা তার সবচেয়ে বড় শক্তি ছিল।
তার দায়িত্বকালেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর এবং বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর—দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
বক্তারা আশা প্রকাশ করেন, হাইকমিশনারের গৃহীত পদক্ষেপগুলো ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের জন্য কল্যাণ বয়ে আনবে।
২০২৩ সালের ২০ অক্টোবর তিনি হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন। মাত্র দুই বছরের মধ্যে তার কর্মদক্ষতা, নিষ্ঠা এবং প্রবাসীদের কল্যাণে গৃহীত নানা উদ্যোগ তাকে প্রবাসীদের কাছে একজন আন্তরিক অভিভাবক হিসেবে পরিচিত করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন