বাগজানা ৩ নং ওয়ার্ডে বিএনপির আলোচনা সভা।


স্টাফ রিপোর্টারঃ (জয়পুরহাট) জহির রায়হান , 

পাঁচবিবি থানা,বাগজানা ইউনিয়ন বি,এন,পি সভাপতি মোঃ নাজমুল হক এর আহ্ববানে উওর কৃষ্ণ পুর বিদ্যালয় সংলগ্ন মাঠে ওয়ার্ড 
নেতা সহ একটি জনসভার আয়োজন করে। উক্ত জনসভায় বি,এন,পি সভাপতি,নাজমুল হক বলেন আগামী ১২ ই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সকল ওয়ার্ড নেতা ও জনগণের মাঝে বক্তব্য রাখেন যে, আমাদের জয়পুরহাট -১ আসনে যে কেউ ধানের শীষ প্রতীক এ উচ্চ কেন্দ্র থেকে মনোনয়ন কৃত প্রার্থীর পিছনে সকল উপস্থিত জনগণ ও নেতাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে জয় নিশ্চিত করতে হবে। তাহলে আমি আপনাদের অএ ইউনিয়ন এবং আজকে উপস্থিত ওয়ার্ডটির যে সকল অনগ্রসর উন্নয়ন কার্যক্রম বন্ধ রয়েছে সেগুলো আমি বাস্তবায়ন করতে পারবো। এবং গ্রামীন রাস্তা ঘাট সহ ডিজিটাল সেবা, চিকিৎসা, শিক্ষা, বয়স্ক ভাতা, ইত্যাদি অভিপ্রয়াসি বিলাসী জীবনের রুপের কথা ব্যাক্ত করে, এবং উপস্থিত সকলকে মিষ্টি, বিতরণ পূর্বক নতজানু শুভেচ্ছা বিনিময়ে তার বক্তব্যটি শেষ করে।

কোন মন্তব্য নেই: