বনানীতে শ্রমিক পার্টির আলোচনা সভা: ৫৪ বছরের গুণে ধরা রাষ্ট্র মেরামতে দায়িত্ব নিতে চায় বিজেপি

0


 ৫৪ বছরের গুণে ধরা রাষ্ট্রকে মেরামতের দায়িত্ব নিতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রগতিশীল দল (বিজেপি) মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা।


শুক্রবার (২৫ জুলাই) সকালে বনানী থানা বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি, ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


উপাধ্যক্ষ হীরা বলেন, দেশে আজ দেশপ্রেমিক নেতৃত্বের ঘাটতি প্রকট। বিগত ৫৪ বছরে কোনো সরকারই শ্রমিক ও মালিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারেনি। তাই আজকের বাস্তবতায় আমাদের দৃঢ় বিশ্বাস, আগামীর রাষ্ট্রব্যবস্থার নেতৃত্ব ব্যারিস্টার আন্দালিব পার্থ ভাইয়ের হাতেই নিরাপদ।


তিনি আরও বলেন, তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের চেয়ারম্যান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই নেতৃত্ব বাস্তবায়নের লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আগামীতেও দেশের প্রতিটি আসনে আমরা ভালো ও যোগ্য প্রার্থী নিয়ে মাঠে থাকবো।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক গিয়াস উদ্দিন সিকদার এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সাদ্দাম হোসেন।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাফিজ মাহবুব, জাতীয় শ্রমিক পার্টির সদস্য সচিব হাসনাইন হাওলাদার, ঢাকা মহানগর উত্তর বিজেপির আহ্বায়ক খোকন সরকার, মো. নজরুল ইসলাম নাজিম, যুব সংহতির বাশার ফরাজী, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. ইব্রাহীম, ছাত্র সমাজের মশিউর রহমান জিসান।


সভায় নেতারা নতুন নেতৃত্ব, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)