আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) আয়োজিত এ সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে পালিতব্য বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— মোঃ ইমতিয়াজ উদ্দিন, সাবেক সদস্য, বেলকুচি উপজেলা বিএনপি; মোঃ বাবর মেম্বার, সাবেক আহ্বায়ক, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপি; ফজলুল হক ফজল, সাবেক সদস্য সচিব; আব্দুল বারিক মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক; নাছিমুল আলম নাছিম, সাবেক চেয়ারম্যান, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদ; হাসমত আলী হাসু, প্যানেল চেয়ারম্যান, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদ; নজরুল ইসলাম ঝন্টু, আলমগীর হোসেন তোতা, নুরনবী, শুকুর মেম্বার, মোকাদেছ মেম্বারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ধুকুরিয়া বেড়া ইউনিয়ন মহিলা দলের নেত্রী মোছাঃ শাহিনুর খাতুন ও মোছাঃ কানিজ ফাতিমা এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় গৌরব ও স্বাধীনতার প্রতীক। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে দলীয় সকল কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন