Top News

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা


আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ


মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) আয়োজিত এ সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে পালিতব্য বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— মোঃ ইমতিয়াজ উদ্দিন, সাবেক সদস্য, বেলকুচি উপজেলা বিএনপি; মোঃ বাবর মেম্বার, সাবেক আহ্বায়ক, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপি; ফজলুল হক ফজল, সাবেক সদস্য সচিব; আব্দুল বারিক মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক; নাছিমুল আলম নাছিম, সাবেক চেয়ারম্যান, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদ; হাসমত আলী হাসু, প্যানেল চেয়ারম্যান, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদ; নজরুল ইসলাম ঝন্টু, আলমগীর হোসেন তোতা, নুরনবী, শুকুর মেম্বার, মোকাদেছ মেম্বারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এছাড়াও উপস্থিত ছিলেন ধুকুরিয়া বেড়া ইউনিয়ন মহিলা দলের নেত্রী মোছাঃ শাহিনুর খাতুন ও মোছাঃ কানিজ ফাতিমা এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা।


সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় গৌরব ও স্বাধীনতার প্রতীক। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে দলীয় সকল কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন