সিয়ামুর রশিদ, স্টাফ রিপোর্টার, দিনাজপুরঃ
দিনাজপুর সদর উপজেলার ঈদগাহ আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনাকারী সংগঠন “তারুণ্যের স্বপ্ন যুব সংগঠন” আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন লাভ করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) দিনাজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার রোওনাকুল ইসলাম সংগঠনটির নিবন্ধনপত্র তুলে দেন সংগঠনের সভাপতি নাঈম বাদশা ও সাধারণ সম্পাদক রিফানা পারভীনের হাতে।
নিবন্ধন গ্রহণের পর সংগঠনের সভাপতি নাঈম বাদশা বলেন—
“১২ মে ২০২৩ থেকে যাত্রা শুরু করার পর আমরা সবসময় স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে সমাজের জন্য কাজ করেছি। সরকারি নিবন্ধন আমাদের কাজকে আরো বৈধতা, গতি এবং বৃহত্তর দায়িত্ব দিয়েছে। আগামীতেও যুবসমাজকে দক্ষ, সচেতন, মানবিক ও স্বাবলম্বী করতে আমরা আরও নিবেদিতভাবে কাজ চালিয়ে যাব।”
শুরু থেকেই শিক্ষা সহায়তা, রক্তদান কর্মসূচি, পরিবেশ সচেতনতা বৃদ্ধি, দুর্যোগকালীন সহায়তা, এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মতো নানা উদ্যোগে ‘তারুণ্যের স্বপ্ন’ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সরকারি নিবন্ধন পাওয়ায় সংগঠনটির সদস্যরা মনে করছেন—এটি ভবিষ্যতের বৃহৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নিবন্ধনপত্র তুলে দেওয়ার সময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বলেন—
“যুব সমাজের ইতিবাচক শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি স্বীকৃতি পাওয়ায় তাদের কাজ আরও সম্প্রসারিত হবে বলে আমরা বিশ্বাস করি।”
নিবন্ধন ঘোষণার পর সংগঠনের সদস্য ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে দিনাজপুরের যুব নেতৃত্ব ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে নতুন অধ্যায় হিসেবে দেখছেন।

একটি মন্তব্য পোস্ট করুন