Top News

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’


 দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।


বালিয়াকান্দি প্রতিনিধি সনজিৎ দাস জানান, বালিয়াকান্দি উপজেলার প্রশাসন ও দুর্নীতি বিরোধী কমিটির যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে। উপজেলা চত্বরে দুর্নীতি বিরোধী দিবসের পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি অধ্যক্ষ হারুন অর রশীদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান, এসিল্যান্ড এহসানুল হক শিপন, সদস্য কনা রানী দাস, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারুক হোসেন, বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ আলীম আল রাজী, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, সদস্য শাজাহান সিদ্দিকী, সনজিৎ কুমার দাস প্রমুখ।


গোয়ালন্দ প্রতিনিধি সাজ্জাদ হোসেন জানান, গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরবর্তীতে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। কমিটির সহসভাপতি রাশেদুল হক রায়হানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হানুল হায়দার, সদস্য শেখর আহম্মেদ বাবু সহ দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ নানা পর্যায়ের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।


কালুখালী প্রতিনিধি শহিদুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের ও দুর্ণীতি প্রতিরোধ কমিটি জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকালে কালুখালী উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শামস সাদাত মাহমুদ উল্লাহ। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম রতন, মৎস কর্মকর্তা খন্দকার আবু বক্কর সিদ্দিক, প্রার্থমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মামুন অর রশিদ, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন ।

Post a Comment

নবীনতর পূর্বতন