মোঃ আশিকুল ইসলাম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার বেতিল বটতলা অফিসের সামনে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ–এর বেলকুচি ও চৌহালী উপজেলা মডেল কমিটি এবং সিরাজগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন পেশার মানুষ ও সাধারণ জনগণ অংশ নেন। র্যালিটি বেতিল বটতলা সংগঠনের নিজস্ব অফিস থেকে শুরু হয়ে কেজির মোড় ও বেতিল বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তায় ছিল এনায়েতপুর থানা প্রশাসনের টহল টিম। পরে অনুষ্ঠিত হয় মানবাধিকার বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা।
সিরাজগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন— সাংবাদিক আলহাজ্ব সার্জেন্ট মোঃ আইয়ুব আলী শেখ বীর (অবঃ), সভাপতি, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কমিটি ও আজীবন সদস্য, কেন্দ্রীয় কমিটি, সার্জেন্ট মোঃ আক্তার হোসেন (অবঃ), সিনিয়র সহ-সভাপতি, আলহাজ্ব মোঃ বাহাদুর আলী সরকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও আজীবন সদস্য, কেন্দ্রীয় কমিটি, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য, কেন্দ্রীয় কমিটি, সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম, মানবাধিকার বিষয় সম্পাদক, সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম (আসিক), প্রচার সম্পাদকসহ জেলা কমিটির আরও সদস্যরা উপস্থিত ছিলেন।
বেলকুচি–চৌহালী উপজেলা মডেল কমিটির পক্ষে উপস্থিত ছিলেন— মোঃ শহিদুল ইসলাম (সাহেল), সভাপতি ও আজীবন সদস্য–উপপরিচালক, কেন্দ্রীয় কমিটি, মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য, কেন্দ্রীয় কমিটি, মোঃ মুসা শিকদার, সহ-সভাপতি, মোহাম্মদ আলী, তদন্ত বিষয়ক সম্পাদক, মোঃ সোহেল রানা, প্রচার সম্পাদক, মোঃ মুনজিল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মোঃ নাজমুল হাসান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শ্রী বাদল মোদক, কোষাধ্যক্ষ
এ সময় উক্ত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “মানবাধিকার শুধু আইনি পরিভাষা নয়, এটি মানুষের জন্মগত অধিকার। মানবিক মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করাই মানবাধিকার প্রতিষ্ঠার মূল ভিত্তি।”
বক্তারা আরও বলেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ধর্ষণ, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতনমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আয়োজক সংগঠন জানায়, মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সচেতনতা বৃদ্ধিতে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও দেশের প্রতিটি অঞ্চলে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, বেলকুচি–চৌহালী উপজেলা মডেল কমিটি এবং সিরাজগঞ্জ জেলা শাখা।

একটি মন্তব্য পোস্ট করুন