মধুখালী উপজেলা প্রেসক্লাবের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) সকাল ১১টায় প্রেসক্লাব ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান উপদেষ্টা নুরনবী মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সহযোগী উপদেষ্টা ফরিদুর ইসলাম সাগর এবং মোর্শেদ আবু নছর টিটো।
সাধারণ সম্পাদক মো. ইনামুল খন্দকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক উত্তম কুমার বকশী, রিয়াদ মোল্লা তপু, রাজিবুল ইসলাম রাজিব, মহব্বত হায়াত মিয়া, মৃধা রকিবুল ইসলাম, এইচ এম রাকিবুল ইসলাম মিঠু, শরিফুল ইসলাম সেতু, বিপ্লব কুমার বসু, দেলোয়ার হোসেন, মাহফুজুর রহমান জাফর, আবু জাফর শেখ, আরিফুল ইসলাম, ইমন শরীফ, আকরাম হোসেন, সেলিম মোল্যা, নুরে আলম সিদ্দিক, মোহাম্মদ আলী, মো. মুক্তার, আমিনুল ইসলাম, ওলিয়ার রহমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সূচনা করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জুলাই মাসে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব। বক্তারা মধুখালী উপজেলা প্রেসক্লাবকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি ছিল সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পেশাগত ঐক্যের এক অনন্য মিলনমেলা।