প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।
সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৫টায় ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, ‘জুলাই ঘোষণাপত্র’কে দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক অঙ্গন ও সাধারণ নাগরিকরা ঘোষণাপত্রের বিষয়বস্তু জানার জন্য অপেক্ষা করছেন।
.jpeg)
একটি মন্তব্য পোস্ট করুন