Top News

মঙ্গলবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন


 প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।


সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৫টায় ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।


উল্লেখ্য, ‘জুলাই ঘোষণাপত্র’কে দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক অঙ্গন ও সাধারণ নাগরিকরা ঘোষণাপত্রের বিষয়বস্তু জানার জন্য অপেক্ষা করছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন