Top News

রাজবাড়ীতে শেষ হলো ২ দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা


 রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। বুধবার (৩ সেপ্টেম্বর) জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া যুব সংঘের আয়োজনে দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হয়।

এদিন নৌকাবাইচকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবের আমেজ তৈরি হয়, যা দেখতে হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর বিলের পাড়ে উপস্থিত হয়। দর্শনার্থীদের এমন উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে এই প্রতিযোগিতা।



নৌকাবাইচ উপভোগের পাশাপাশি বিলের পাশে বসেছিল গ্রামীণ মেলা। বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। দর্শনার্থীরা নৌকা বাইচ দেখার পাশাপাশি মেলাও উপভোগ করেন।

বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় নৌকাবাইচের ফাইনাল পর্ব। আর এতে অংশ নেয় আশপাশের এলাকাসহ বিভিন্ন এলাকার প্রতিযোগীরা। দর্শকদের করতালি ও উল্লাসে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থীরা বলেন, এত সুন্দর পরিবেশে মানুষের উৎসাহ আর মেলার আমেজে মন ভরে গেছে। এমন আয়োজন আমাদের গ্রামের মানুষের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। গ্রামীণ ঐতিহ্যবাহী এ ধরনের খেলাধুলা গ্রামীণ সংস্কৃতিকে জাগ্রত রাখে। নৌকাবাইচ শুধু একটি খেলা নয় এটি আমাদের গ্রামীণ ঐতিহ্য ও আনন্দ-উৎসবের প্রতীক।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এ ধরনের গ্রামীণ আয়োজনকে ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে ধরে রাখার আহ্বান জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন