মোঃ রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ)
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পৌরসভা এবং ৮টি ইউনিয়নের ১৩ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১২ টি হুইল চেয়ার ও ১টি ট্রাই সাইকেল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার বি.এম.তারিক-উজ-জামান।
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিউলি রাণী ও ঝিনাইদহ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, তরিকুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানসহ সমাজ সেবা কার্যালয়ের স্টাফগন। সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী ব্যক্তিগন উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রতিবন্ধী কার্যালয়ের অর্থায়নে এমন মানবিক সহায়তায় গভীর সন্তোষ প্রকাশ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন