Top News

প্রায় ৭০০ শিক্ষার্থী ও শিক্ষক পেলেন স্বাস্থ্যসেবা



দিনাজপুর থেকে সিয়ামুর রশিদ, স্টাফ রিপোর্টার


বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলা ইউনিটের উদ্যোগে লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় ও ওজন পরিমাপ করা হয়। পাশাপাশি শিক্ষকদের রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ ও ওজনও মাপা হয়।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস হেলাল। প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন রেড ক্রিসেন্ট লৌহজং ইউনিটের যুব দলনেতা নাজনীন আক্তার। তাঁকে সহযোগিতা করেন দুর্যোগ ও মানবসম্পদ বিভাগের প্রধান মুস্তাকিম আহমেদ, উপ-প্রধান মারজান হোসাইন সিয়াম, সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিমেল খানসহ আল-হাসান, ইমন খান, নয়ন, মুন, ইলমা, রিফাত, পারভেজ, সুমাইয়া, তাজবিন, রাতুল, মাহিমসহ আরও অনেক স্বেচ্ছাসেবী।


ক্যাম্প পরিচালনায় চিকিৎসা সহায়তা দেন ইসলামী জেনারেল হাসপাতালের প্যাথলজিস্ট শেখ রিদয় ও ইমন খান। এছাড়াও রেড ক্রিসেন্ট লৌহজং ইউনিটের মেডিকেল টিম সক্রিয়ভাবে কাজ করে।


সকল স্বেচ্ছাসেবীর সহযোগিতায় প্রোগ্রামটি সুন্দরভাবে সম্পন্ন হয়। স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগের জন্য রেড ক্রিসেন্টকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন