Top News

হরিণাকুণ্ডুতে জামায়াতে ইসলামীর সিরাত মাহফিল


 

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ) 


ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর  উদ্যোগে এক বিশাল সিরাতুন নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহেরহুদা ইউনিয়ন শাখার আয়োজনে সিরাতুন নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন,মোঃ ইমরান হোসেন। 


তাহেরহুদা ইউনিয়নের আমির, মোঃ আব্দুল মুজিদ এর  সঞ্চালনায়, 

উক্ত মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের আমীর এবং আগামী দিনের নেতৃত্বের সপ্নদ্রষ্টা মোঃ বাবুল হোসেন। 


তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও বর্তমান সমাজে তা অনুসরণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, মোঃ মোশাররফ হোসেন।

 এছাড়াও উপস্থিত ছিলেন, 

মোঃ আঃ কুদ্দুস, আব্দুল আজ্জি কাদরী ও মঈনদ্দিন প্রমুখ। 


ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা।


অনুষ্ঠানে বক্তাগণ মহানবী (সা.)-এর জীবনাদর্শকে অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। মাহফিল শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন