আনারুল ইসলাম দুর্গাপুর, (নেত্রকোণা) প্রতিনিধিঃ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া শাখার উদ্যোগে বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৩টা থেকে ছনগড়া টংক শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাস্তে মার্কার কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়নের বিভিন্ন জাতীয় নির্বাচনী ভোটকেন্দ্রের কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সদস্য ও আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড অবনী কান্ত হাজং।
সঞ্চালনা করেন উপজেলা আদিবাসী ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক চিনু রেমা।
কর্মীসভায় বক্তব্য রাখেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম, উপজেলা সহকারী সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, সিপিবি জেলা ও উপজেলা কমিটির সদস্য, আদিবাসী নারী নেত্রী পার্বতী রিছিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জননেতা কমরেড ডা. দিবালোক সিংহকে কাস্তে মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
শ্রমিক, কৃষক ও মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম জোরদারের আহ্বান জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন