মোঃ রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের কেবি একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ে চমৎকার পরিবেশে সম্পন্ন হয়। হরিনাকুণ্ডু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার অপরাধ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও আত্মহত্যা প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, ইভটিজিং ও স্কুল থেকে ঝরেপড়া প্রতিরোধ, বয়োঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, জন্ম-মৃত্যু নিবন্ধন এবং শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে ওঠার বিষয়ে শিক্ষার্থীদের সাথে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা চৌধুরীর, এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকামণ্ডলী সহ আরও অনেকেই।
বাল্যবিবাহ সহ নানা বিষয়ে বিশিষ্ট সাংবাদিক মোস্তাফিজুর রহমান এলবি লিটন গণমাধ্যমে জানান, আইনে শাস্তির বিধান থাকলেও আমাদের সমাজে সচেতনতার অভাবে নানাবিধ জটিল সমস্যায় ভোগেন নারীরা। বিশেষ করে অপ্রাপ্ত বয়সে বিয়ে হলে গর্ভধারণের মারাত্মকভাবে ঝুঁকিতে পড়তে হয় তাদের। তবে আমি বলবো বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও আত্মহত্যা, নারী ও শিশু পাচার, ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এব্যাপারে সবাইকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলা প্রয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন