Top News

শেখ হাসিনার মন্তব্যে ব্যারিস্টার পার্থর কড়া প্রতিক্রিয়া


 নিজস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আওয়ামী লীগকে অংশ নিতে না দিলে লাখ লাখ সমর্থক নির্বাচন বয়কট করবে।”

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-কে দেওয়া এই মন্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা ও বিতর্ক।


এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান, সংসদ সদস্য ও তরুণ নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।


ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ লিখেছেন—


“বিবেকবান ভোটাররা ভালো রাজনীতিবিদ বানায়, আর ভালো রাজনীতিবিদই সুশাসন প্রতিষ্ঠা করে। কিন্তু আবেগীয় ক্রীতদাসরা অত্যাচারী রাজা-রানী বানায়, যারা নিয়ে আসে দুঃশাসন।”


তিনি আরও বলেন,


“লাখ লাখ সমর্থক যদি আওয়ামী লীগের ১৭ বছরের খুন, গুম, নৈরাজ্য, ভোটচুরি ও শিশু হত্যার দায় স্বীকার না করেও দলটিকে সমর্থন করে এবং নির্বাচন বয়কট করে, তাহলে সেইসব অনৈতিক আবেগীয় ক্রীতদাস ভোটারদের বয়কটে গণতন্ত্র বা দেশের তেমন কিছু যায়-আসে না।”


ব্যারিস্টার পার্থর এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, তার বক্তব্য শুধু আওয়ামী লীগের প্রতি নয়, বরং দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতি ও ভোটার চেতনার প্রতিও একটি স্পষ্ট বার্তা বহন করে।


রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তরুণ এই রাজনীতিকের মন্তব্যে গণতন্ত্র, নেতৃত্বের মান ও রাজনৈতিক নৈতিকতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন