সিরাজগঞ্জের ব্যবসায়ীদের পছন্দের তালিকায় এবার তরুণ নেতৃত্ব প্রাধান্য পেয়েছে। তরুণদের দিকে ঝুঁকছে ব্যবসায়ীরা।তেমনি একজন সৎ,প্রতিভাবান, তরুণ ও মেধাবী ব্যবসায়ী ডাঃ মোঃ মাহমুদুল হাসান শুভ।
তিনি এবারের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র দ্বি-বার্ষিক নিবার্চন -২৫ এ পরিচালক পদে প্রার্থীতা করছেন।
ডাঃ মোঃ মাহমুদুল হাসান শুভ বর্তমানে সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফ্রেশ সিমেন্টের সিরাজগঞ্জ সদর এবং বেলকুচির পরিবেশক ও মেসার্স এম এইচ এস ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের কর্ণধার। মাহমুদুল হাসান শুভ'র ভোটার নং - অ-৪৫২।
ডাঃ মোঃ মাহমুদুল হাসান শুভ বলেন,"আমি মনে করি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা মানে দায়িত্ব কাঁধে তুলে নেওয়া,আমার ব্যবসায়ী ভাইয়েরা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তবে আমার প্রধান লক্ষ্য থাকবে ব্যবসায়ীক পরিবেশ নিশ্চিত করা। সিন্ডিকেট এবং যত অনিয়ম রয়েছে আমি সেগুলো থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে চাই। ব্যবসায়ের জন্য নির্বিঘ্ন পরিবেশ গড়ে তুলতে চাই।
.jpg)
একটি মন্তব্য পোস্ট করুন