Top News

ঝিনাইদহে মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:

মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদেোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) এ বি এম খালিদ হুসাইন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া। উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি এম এ কবীর, মুক্তি যোদ্ধা কামালুজ্জামান,ছাত্র প্রতিনিধি সাইদুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা,ডাঃ মিথিলা ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন রানা,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল করিম, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান সহ জেলার সকল অফিস প্রধান। সভায় প্রধান অতিথি বলেন সরকারের নিদের্শনা অনুযায়ী সকলের সম্মিলিত চেষ্টা য় দিবস দুটি পালন করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা,বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে কুচকাওয়াজ, পুরাতন ডিসি কোর্ট চত্বরে তিন দিনের বিজয় মেলা অনুষ্ঠিত হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন