সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জাহিদুল হক জাহিদ
বাংলাদেশের বিভিন্ন অজোপাড়া গ্রামের অভাবনীয় রাস্তাঘাটের উন্নয়ন ঘটলেও মাত্র একটি রাস্তার অভাবে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সিরাজগঞ্জ পৌরসভার আওতাভুক্ত ১৩ নং ওয়ার্ডের রামগতি মসজিদ সংলগ্ন ৮০০ মিটার রাস্তার জন্য। এই গ্রামে শত শত পরিবারের বসবাস অথচ তাদের চলাচলের একমাত্র একটি রাস্তা, সেটিও আবার কাচা। সামান্য বৃষ্টিতে তা ভেঙ্গে যায়,গ্রামের মানুষ নিজ অর্থায়নে কয়েকবার মেরামত করলেও প্রতি বছর রাস্তাটির অবস্থা একই হয়। রাস্তার এমন বেহাল অবস্থা কারনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে অত্র এলাকার কোমলমতি শিক্ষার্থী, শ্রমজীবীসহ সকল পেশার মানুষের। রামগাতি মসজিদ কমিটির সেক্রেটারি মোঃ ফখরুল আলম বলেন,আমাদের দেশে অনেক উন্নয়ন হয়েছে যার প্রশংসা করে শেষ করা যাবে না। কিন্তু আধুনিক যুগে এসেও আমরা এখনোও নদী ভাঙ্গনের কবলে পড়ি, মাত্র ৮০০ মিটার রাস্তার অভাবে কোন জরুরী রুগি নিয়ে হাসপাতালে যেতেও ভয় লাগে। মসজিদে মুসল্লিরা নামায পড়তে আসে, বয়জেষ্ঠ্যদের আসতে অনেক কষ্ট হয়, আর বৃষ্টির দিনে চলাচল করা আরও কষ্ট সাধ্য। অত্র এলাকার সাংবাদিক জাহিদুল হক বলেন, এখানে কয়েক শত পরিবারের বসবাস কিন্তু সামান্য ৮০০ মিটার রাস্তার জন্য এখানকার জনজীবন প্রায় করুন অবস্থা। দেশের প্রকৃত উন্নয়ন ঘটে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে অথচ ১৩ নং ওয়ার্ডের মানুষ সেই উন্নয়ন থেকে এখনো বঞ্চিত। তাই আমি এবং গ্রাম বাসীর পক্ষ থেকে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যাতে তারা দ্রুত গ্রামবাসির জন্য এই রাস্তাটি করে দেন। এলাকার কয়েকজন শিক্ষার্থী বলেন, এখন আমরা মোটামুটি চলাচল করতে পারলেও বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে আমরা ঠিকমত স্কুলে যেতে পারি না, মাঝে মাঝে রাস্তা ভেঙ্গে যায়,তখন এলাকার মানুষের চলাচল আরও কষ্টসাধ্য হয়ে পড়ে। আমরা চাই কর্তৃপক্ষ যেন আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন।

একটি মন্তব্য পোস্ট করুন