ফরিদপুর জেলার সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে এক চাচাতো ছোট ভাই ।
চাচাতো বড় বোনকে বিয়ে করে সামাজিক অস্থিরতার জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিবিড় শেখ (২৫) এবং তনু আক্তার (৩০) পারিবারিক সম্মতি ছাড়াই গোপনে বিয়ে করেন।
বিয়ের পর তারা পৃথকভাবে নিজ নিজ বাড়িতে অবস্থান করলেও বিষয়টি জানাজানি হওয়ার পর সম্প্রতি নিবিড় তার স্ত্রী তনুকে নিজ বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
তাদের পরিবারের সদস্যরা এই বিয়ে মেনে নিতে নারাজ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আত্মীয় বলেন, “এটি সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়, আমরা খুব বিব্রত।”
স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকরা বিষয়টি নিয়ে আলোচনায় বসেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, “পারিবারিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”
এ ধরনের ঘটনায় সামাজিক মূল্যবোধ, পারিবারিক সম্পর্ক ও আইনগত দিক—সব কিছুই আলোচনার দাবি রাখে। বিশেষজ্ঞদের মতে, পারস্পরিক সম্মতিতে বিয়ে হলেও আত্মীয়তার সম্পর্ক ও সমাজের প্রতিক্রিয়া বিবেচনায় নেওয়া জরুরি।
বিয়ে দুজন মানুষের সম্মতির বিষয় হলেও, তা যখন পারিবারিক ও সামাজিক রীতিনীতির বিপরীতে যায়, তখন জটিলতা তৈরি হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজপতিরা এ বিষয়ে সতর্ক পদক্ষেপ নিচ্ছেন