Top News

চোর সন্দেহে গণপিটুনির শিকার গুগল ম্যাপস কর্মীরা


 ভারতের উত্তর প্রদেশের কানপুর শহরের বিরহার গ্রামে জরিপ করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়েছেন গুগল ম্যাপস–এর জন্য কাজ করা টেক মাহিন্দ্রার কয়েকজন কর্মী। স্থানীয়রা তাঁদের চোর সন্দেহে আটক করে মারধর করেন।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। কর্মীরা বিশেষ ক্যামেরাযুক্ত গাড়ি ব্যবহার করে রাস্তার ছবি তুলছিলেন, যাতে মানচিত্রে সঠিকভাবে রাস্তা চিহ্নিত করা যায়। কিন্তু গ্রামবাসী গাড়িটিকে সন্দেহজনক মনে করে ধারণা করেন, চুরির উদ্দেশ্যে তথ্য সংগ্রহের জন্য ক্যামেরা বসানো হয়েছে।


অল্প সময়ের মধ্যেই অনেক গ্রামবাসী গাড়ি ঘিরে ধরে কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে তাঁদের ওপর শারীরিক হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে এবং উভয় পক্ষকে থানায় নিয়ে যায়।


সেখানে গুগল ম্যাপস দলের কর্মীরা জানান, তাঁরা চোর নন, মানচিত্র তৈরির সরকারি অনুমোদিত কাজে এসেছিলেন। তাঁদের এক সদস্য বলেন, “আমরা ডিজিপির অনুমতি নিয়ে এই কাজ শুরু করেছি। ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে।”


অন্যদিকে স্থানীয়রা দাবি করেন, সাম্প্রতিক সময়ে গ্রামে একাধিক চুরির ঘটনা ঘটেছে। সেই আতঙ্ক থেকেই তাঁরা সতর্ক অবস্থায় ছিলেন।


ঘটনার পর পুলিশ গ্রামবাসীকে শান্ত করে বাড়ি পাঠায়। পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে গুগল ম্যাপস দলের পক্ষ থেকে গ্রামবাসীর বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

Post a Comment

নবীনতর পূর্বতন