মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর ও রাশেদ খানসহ দলের অন্যান্য নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে জেলা গণঅধিকার পরিষদ।
এর আগে শনিবার (৩০ আগস্ট) বিকেল থেকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দলটির অন্যান্য নেতাকর্মীরা সমবেত হতে থাকেন।
এরপর বিকেল ৫টার সময় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয় এবং সেখানেই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন - ঝিনাইদহ গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, গণ অধিকার পরিষদ
হরিণাকুণ্ডু উপজেলা শাখার
আহবায়ক,আমর বিন মারুফ (জিতু) সহ দলটির অন্যান্য নেতা-কর্মীরা।
সে সময় উপস্থিত বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইন্টেরিম সরকার যদি দেশ চালাতে ব্যর্থ হয়, তবে আমরা আবারও হরতাল-অবরোধ করে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব। আজ গণ অভ্যুত্থান-এর এক বছরে এসে কীভাবে পুলিশ ও সেনাবাহিনী হামলা চালায়। এ ঘটনার সুষ্ঠু বিচার এ সরকারকে করতে হবে।
একইসাথে বক্তারা আরও বলেন, জাতীয় পার্টির সঙ্গে এখনও আওয়ামী লীগের সন্ত্রাসীরা লুকিয়ে আছে। কাজেই দ্রুত এ দলটিকে নিষিদ্ধ করতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন