Top News

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন


মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ 

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ৩০/০৮/২০২৫ খ্রীঃ সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও মাননীয় এ্যাটর্নী জেনারেল মো: আসাদুজ্জামান আসাদ আনুষ্ঠানিকভাবে এ কেন্দ্রের উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষার্থীরা এখন থেকে সহজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা ও প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারবেন। এতে উচ্চশিক্ষার বিস্তার এবং একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

Post a Comment

নবীনতর পূর্বতন