মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে আইন না মানায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাছাড়াও আরো এক ব্যবসায়ীকে সতর্কবার্তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুর একটার সময় উপজেলার হল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দোকানগুলোতে মিষ্টির মধ্যে মশা মাছি পাওয়ার অপরাধে ২ টি দোকানে জরিমানা এবং অন্য একটি দোকানীকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে। এসব অপরাধে হরিণারায়নপুর দধি মিষ্টিান্ন ভান্ডারের মালিক শ্রী মঙ্গল চন্দ্র ঘোষ কে ৩০০০ টাকা, অপরদিকে ঘোষ দধি ভান্ডারের মালিক শ্রী মিঠুন কুমার ঘোষকে ৩০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম তারিক-উজ জামান জানান, মিষ্টি বিক্রয় করার সময় কোন ধরনের মিষ্টির কার্টুন দিয়ে মিষ্টির ওজন পুজিয়ে দেওয়া যাবে না। কার্টুন বাদে মিষ্টির যেই সঠিক ওজন সেটাই দিতে হবে। নির্ধারিত দিন তারিখ উল্লেখ্য করে প্রতিনিয়ত দোকানে মিষ্টি বিক্রয়ের তালিকা প্রদর্শন করতে হবে বলেও জানান ঐ শীর্ষ কর্মকর্তা। উপজেলার সকল অনিয়মের বিরুদ্ধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা চালিয়ে যাওয়ার কথাও ব্যক্ত করেন তিনি। এসময়ে হরিণাকুণ্ডু থানা পুলিশের সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহোযোগিতা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন