সিরাজগঞ্জ প্রতিনিধি: মোঃ জাহিদুল হক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শহীদ নজরুল ইসলাম ও শহীদ লেবুর স্মৃতিকে চিরস্মরণীয় করতে, তাদের আত্মত্যাগের মহান গৌরবকে সামনে রেখে “৩৬ জুলাই আগস্ট” শহীদ দিবস উপলক্ষে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে রায়গঞ্জ উপজেলার ৮নং ওয়ার্ডের ধানগড়া গ্রামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
“আমাদের স্বাধীনতা, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্মরণে আমরা ঐক্যবদ্ধ” এই স্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল।
এ স্মরণসভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম এ লতিফ।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল খন্দকার, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুল রহমান হেলাল, বড়হর ইউনিয়ন বিএনপির সদস্য শাহীন রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান ও তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ওলিউজ্জামান ওলি।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান তার বক্তব্যে
বলেন, ৩৬ জুলাই আগস্ট আমাদের স্বাধীনতা সংগ্রামের এক অনন্য অধ্যায়, যা শহীদ নজরুল ও শহীদ লেবুর রক্তে রঞ্জিত। তাদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অমূল্য অনুপ্রেরণা। আজকে আমরা শুধু তাদের স্মরণই করছি না, বরং নতুন প্রজন্মকে এই ইতিহাস জানিয়ে তাদের মধ্যে দেশপ্রেমের বীজ বপন করছি।
তিনি আরও বলেন, এই শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, তাদের আদর্শ অনুসরণ করে শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথে অগ্রসর হতে হবে।
অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও আবেগঘন। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন