Top News

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৪


 শনিবার (২ আগস্ট) রাজবাড়ীর পাংশার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে সন্ধার আগ মুহুর্তে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে আরো ৪ জন।


 


নিহতরা হলেন কাচারীপাড়া গ্রামের নিজামউদ্দীনের স্ত্রী আনোয়ারা বেগম ৪০ ও মৃত আরিফ মোল্লার ছেলে তামিম মোল্লা ১৫। আহতরা হলেন, কাচারীপাড়া গ্রামের হাফিজুলের ছেলে সৌরভ, নিজামউদ্দিনের ছেলে আজিম, নাজিম মোল্লার ছেলে হোসাইন ও বাবুপাড়া ইউনিয়নের পাংশা চাদপুর গ্রামের মোঃ আশরাফ হোসেনের স্ত্রী জবেদা বেগম। 


 


জানাযায়, কাচারীপাড়া গ্রামের নিহত ও আহত ব্যক্তিরা সারাদিন ধরে কাচারীপাড়া এলাকার ডাঙ্গির মাঠ নামক স্থানে একটি বিলে পাট ধোয়ার কাজ করছিল। হঠাৎ বিকেলে পচুর বৃষ্টি শুরু হয়। কিন্তু তারা বৃষ্টিকে উপেক্ষা করে, তাদের কাজ করে চলছিল, হঠাৎ বজ্রপাতে ঘটনায় ওই স্থানে থাকা ছয় জনই আহত হন। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা ও তামিমকে মৃত বলে ঘোষণা করেন । বাকি ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ 


 


এ‌দি‌কে উপজেলার বাবুপাড়া ইউ‌নিয়‌নের চাঁদপুর গ্রা‌মের জ‌বেদা বেগম বিকা‌লে রান্না করার সময় বজ্রঘা‌তে আহত হয় তি‌নি।


 


পাংশা উপ‌জেলা নিবাহী কর্মকর্তা এস এম আবু দারদা 


ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, “ আজ সন্ধ‌্যার আ‌গে হাবাসপুরে বজ্রপা‌তে দুজন মারা গি‌য়ে‌ছে। তারা কৃ‌ষি শ্রমিক। তা‌দের প‌রিবার‌কে উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে মান‌বিক সহ‌যোগীতা করা হ‌বে। ”


 


এ ঘটনায় হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি।

Post a Comment

নবীনতর পূর্বতন