Top News

হরিণাকুণ্ডুতে গাছের ডালে ঝুলন্ত যুবকের লাশ


মোঃ রবিউল ইসলাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে আম গাছের ডালে ঝুলন্ত যুবকের লাশের খবর পাওয়া গেছে। উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আর্দশ আন্দুলিয়া গ্রামের মধ্যপাড়ার তোতা মিয়ার ছেলে ফিরোজ হোসেনের(৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হরিণাকুন্ডু থানা পুলিশ।মঙ্গলবার (১২ আগষ্ট) স্থানীয়রা জানান, ফিরোজ দীর্ঘদিন ধরে মানুষিক ভারসাম্যহীনতায় ভুগছিল। গতরাত ২টার দিকে আন্দুলিয়া গ্রামের মন্টু মিয়ার পুকুরের ধারে আমগাছের সাথে পাটের আঁশ দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আত্মহনন করে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পরিবার সূত্র আরও জানান, ফিরোজ হোসেন গত এক মাস আগেও দিনের বেলায় এমন ঘটনা ঘটাইতে যায়, আমরা জানতে পেরে তাকে আত্মহনন থেকে তখন নিবৃত্ত করি।

মৃত্যু ফিরোজ হোসেনের বোন তাপসী জানান সে দীর্ঘদিন ব্রেনের সমস্যায় ভুগছিলেন। আমার ভাই রাতে তার প্রাকৃতিক কাজ করতে গিয়ে আর ফিরে আসেনি।পরে আমরা অনেক খোজাখুজি করি একপর্যায়ে আমার চাচা সকালে পুকুরের ধারে আমগাছের ডালে ঝুলতে দেখেন। এব্যাপারে আমারা কারো সন্দেহ করছি না।

ঘটনার সত্যতা স্বীকার করে তাহেরহুদা ইউপি সদস্য মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, এটা একটা আত্মহত্যাজনিত ঘটনা।

এদিকে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে দ্রুত পৌছিয়ে ঝলন্ত লাশ উদ্ধার করেন। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই আমাদের ধারণা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন