Top News

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘ছাদ থেকে লাফ’, ‘মগ পার্টির’ যুবকের মৃত্য


 খাগড়াছড়িতে সেনা অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে কংচাইঞো মারমা (৩১) নামে এক যুবক মারা গেছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। নিহতের বাড়ি মহালছড়ি উপজেলার গড়িয়াছড়িতে। তিনি অংগ্যজাই মারমার ছেলে। সেনাবাহিনীর দাবি, কংচাইঞো মগ লিবারেশন পার্টি –এমএলপি’র সদস্য।


শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের শান্তিনগর এলাকায় এ অভিযান চালানো হয়। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, কংচাইঞো সপরিবারে শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে মানিকছড়ির গাড়িটানা এলাকায় অভিযান চালিয়ে ‘মগ লিবারেশন পার্টির সদস্য ইসমাইল হোসেনকে দুটি অস্ত্র ও পাঁচটি কার্তুজসহ’ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে শান্তিনগরে কংচাইঞোকে আটক করতে ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’ চালানো হয়।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কংচাইঞো ছাদ থেকে ‘লক্ষ্য করে একটি গুলি চালান’। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। পরে পালানোর পথ না পেয়ে তিনি ‘ছাদ থেকে লাফ দেন’। তার কাছ থেকে একটি ৯ মি.মি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।


গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেনাবাহিনীর ধারণা, ভয় ও আতঙ্কে লাফ দেওয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে’ তার মৃত্যু হয়েছে।


সেনাবাহিনী জানায়, কংচাইঞো ও ইসমাইল হোসেন চলতি বছরের ১৯ এপ্রিল মানিকছড়ির ছদুরখীল এলাকায় রবি মোবাইল টাওয়ারের দুই টেকনিশিয়ান ‘অপহরণের সঙ্গে জড়িত’ ছিলেন। পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, কংচাইঞোর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন