Top News

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।


 মোঃ জাহেদ আলম (সাগর) উখিয়া, কক্সবাজার। 


শৈশবকাল থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে, আজ ১৬ ই আগস্ট, ২০২৫ ইং তারিখে, Shadow of Change এর উদ্যোগে মোছারখোলা মিফতাহুল উলুম মাদ্রাসা ও হেফজখানা প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে মুল্যবান গাছের চারা বিতরণ করা হয়। 


এতে অন্তর্ভুক্ত ছিল বিভিন্ন ধরনের ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা। যা একাধারে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে।


Shadow of Change কর্তৃক আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোছারখোলা শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এবং SOC এর সদস্যবৃন্দ।


সার্বিক সহযোগিতা করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি Safety Network Bangladesh, British American Tobacco এবং মোছারখোলা মিফতাহুল উলুম মাদ্রাসা ও হেফজখানা কমিটির প্রতি।

Post a Comment

নবীনতর পূর্বতন