Top News

১৬০নেত্রকোনা -৫ পূর্বধলা আসনে তৃণমূলে পছন্দের প্রার্থী শহীদুল্লাহ ইমরান


 

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, 

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে১৬০নেত্রকোনা -৫

পূর্বধলা আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। মাঠ চষে বেড়াচ্ছেন

অনেকেই। সম্ভাব্য প্রার্থীরা নানা কৌশল অবলম্বন করে

নির্বাচনী আমেজ সৃষ্টি করছে ভোটারদের কাছে। 


তাদের মধ্যে আলোচনায় আছেন বি এন পির ভার প্রাপ্ত চেয়ারম্যান 

তারেক রহমানের বাহু বল নামে খ্যাত ও বিশ্বস্ত হাতিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে উঠা রাজ পথের সাহসী সৈনিক এ এস এম শহীদুল্লাহ ইমরান

 নেত্রকোনা জেলা বি এন পির সম্মানিত সদস্য,সাবেক সহ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তা বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়।


ইতিমধ্যে তিনি পূর্বধলার ১১ টি ইউনিয়নে কাজ করে গণ জোয়ার সৃষ্টি করেছেন।


শুধু তাই নয়, নির্বাচন ঘিরে ভোটের মাঠে নিজের অবস্থান ধরে রাখতে বৃক্ষরোপণ,অসহায় দরিদ্রদের

জন্য খাদ্য সামগ্রি বিতরণ,চিকিৎসা ব্যবস্হা ও রাস্তাঘাট উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। নিয়মিত যোগা করছেন সর্বস্তরের জণ গণের সাথে।


স্থানীয় রাজনৈতিক মহলে ক্লিন ইমেজ,মেধা, জনপ্রিয়তা,সততা, চিন্তা ও সাংগঠনিক দক্ষতায় তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু । 


 তৃণমূল জন গণের মতে বি এ পি থেকে যে গুলো থাকা দরকার আগামী নির্বাচেন মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তার সব গুলো গুণ বিরাজমান রয়েছে শহীদুল্লাহ ইমরানের মধ্যে। তাই তাকে প্রার্থী করা হলে বিএনপির জন্য এ আসনে বিজয় সহজ বলে মনে করে আম জনতা।


রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে

গ্রুপিং ও বিভক্তির রাজনীতিতে বিরাজ মান থাকলে এ আসনে জয়ী হওয়া কঠিন হয়ে পড়বে।


তবে গ্রোপিং বা বিভক্তি বাদ দিয়ে দলের যোগ্য যে কোন ব্যক্তিকে মনোনয়ন দিলে বিএনপির এ আসনে জয় পাওয়া সহজ হবে।


বিগত ১৭ বছর ধরে পূর্বধলা বিএনপির আন্দোলন-

সংগ্রামে নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে এ এস এম শহীদুল্লাহ ইমরান।   


বিগত সময়ে শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পূর্বধলা উপজেলা বি এন পি, যুবদল,ছাত্রদল সহ বি এন পির সকল অঙ্গ সংগঠন স্থানীয়ভাবে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তুলেছিল।


 

দলীয় নেতাকর্মীদের মতে পারিবারিক ও দীর্ঘ

সংগ্রামী ঐতিহ্যের ধারাবাহিকতায় শহীদুল্লাহ ইমরানকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে 

মনোনয়ন দেওয়া হলে পূর্বধলার এ আসনটিতে বিজয়ী হয়ে তারেক রহমানকে উপহার দেওয়া যাবে। এবং সেই সাথে জাতীয়তাবাদী শক্তি

একত্রিত হবে।


দলের নেতা কর্মী মনে করে স্থানীয় রাজনীতিতে বিএনপির

ঐক্যের প্রতীক হিসেবে এ এস এম শহীদুল্লাহ ইমরানকের প্রার্থী করে সহজ জয়ের সুযোগ নিতে পারে।

Post a Comment

নবীনতর পূর্বতন