Top News

রাজশাহীতে ঋণ ও অভাবের তাড়নায় আত্মহত্যা, খুন ৩

 

রাজশাহীর উপকন্ঠ বামুনশিকড়ে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে বামুন শেকড়ের নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।


মৃতরা হলেন মো. মিনারুল, তাঁর স্ত্রী মোসা. মনিরা খাতুন এবং তাঁদের সন্তান মিথিলা খাতুন (দেড় বছর) ও মো. মাহিম (১১)।


রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান চারজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। 


প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মিনারুল তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।


এদিকে, মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুট সূত্রে জানা গেছে, ঋণের দায় ও অভাবের তাড়নায় মিনারুল তিনজনকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, মিনারুল তাঁর স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।’


উদ্ধার হওয়া চিরকুটটির সত্যতা নিশ্চিত হওয়াসহ পুরো ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Post a Comment

নবীনতর পূর্বতন