Top News

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ১, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার


 রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৫)কে আটক করা হয়েছে।


শনিবার ভোর থেকে ওই বাড়িতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে অভিযান শুরু হয়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, সেনাবাহিনী বাড়িটি ঘিরে রাখে এবং পাশের একটি ভবনেও তল্লাশি চালায়। আটক অনিন্দ্য ‘ডক্টর ইংলিশ’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন।


উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং ৩৫ বোতল মদ।


বাড়িটি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পৈত্রিক বাড়ি। বিশ্ববিদ্যালয় জীবনে অনিন্দ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি লিটনের চাচাত ভাইও।


পুলিশ সূত্র জানায়, অনিন্দ্য এর আগে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলাতেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।


অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র বলেন, “সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আমরা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানি না। তবে কাউকে পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।”

Post a Comment

নবীনতর পূর্বতন