রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়া এলাকায় খালের পানিতে খেলতে গিয়ে মাটির চাপায় প্রাণ হারিয়েছে মাহবুব বিশ্বাস (১১) নামে এক শিশু। সে একই এলাকার মোহাম্মদ মিন্টু বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ জুন) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে মাহবুব বিকয়া এলাকার একটি খালের পাশে খেলছিল।
এ সময় হঠাৎ করে খালের ধারে নরম মাটি ধসে পড়ে তার ওপর চাপা পড়ে। আশেপাশের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই তার মৃত্যু হয়।
মাহবুবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, খালের পাড়ে নিয়মিতই শিশু-কিশোররা খেলাধুলা করে, তবে এই ধরনের দুর্ঘটনা আগে কখনো ঘটেনি। তারা খালের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
একটি মন্তব্য পোস্ট করুন