মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে সোমবার এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ব্যানার, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় যোগ দেন।
শহরের উজির আলী স্কুল মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে পায়রা চত্বর প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
পরে স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা ও বিদেশি আধিপত্যবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ। নির্বাচনকে ঘিরে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীরা সজাগ থাকবে বলেও তারা উল্লেখ করেন।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিয়ূর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, “দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো ষড়যন্ত্র বা বিদেশি হস্তক্ষেপ বিএনপি মেনে নেবে না। বাংলাদেশকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।”
একটি মন্তব্য পোস্ট করুন