বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন ভোটগ্রহণ চলছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সোমবার থেকেই কড়াকড়ি আরোপ করা হয়েছে প্রবেশের ক্ষেত্রে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুমোদিত পাস ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের আইডি কার্ড যাচাই-বাছাই করে প্রবেশ করতে দেয়া হচ্ছে। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্যে চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র থাকা সাপেক্ষে রোগীদের সুযোগ দেওয়া হচ্ছে।
পয়েন্ট গুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। রয়েছে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। র্যাব ও পুলিশের টহল রয়েছে। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও পয়েন্টগুলোতে সরেজমিনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রবেশের শাহবাগ, নীলক্ষেত, মৎস্যভবন, হাইকোর্ট গেট পয়েন্টসহ প্রবেশপথগুলোতে সকাল থেকে সরেজমিনে ঘুরে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপ করে এমন তথ্য পাওয়া গেছে। সবগুলো পয়েন্টে থাকা আমার দেশ-এর প্রতিনিধিদের কাছ থেকেও তথ্যগুলো যাচাই-বাছাই করা হয়েছে।
সহকারী প্রক্টর মো. আমজাদ হোসেন আমার দেশকে বলেন, ভোট যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের অঘটন ছাড়াই সম্পন্ন হতে পারে; সেজন্যই এ কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে বিশেষ বিবেচনায় যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের যাওয়ার ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা লাগছে। সর্বোপরি শিক্ষার্থীদের আইডি কার্ড যাচাই করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। রাতে ভোট গণনা শেষ পর্যন্ত প্রবেশের ক্ষেত্রে এ ধরনের বিধিনিষেধ অব্যাহত থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) আবু সুফিয়ান আমার দেশকে বলেন, ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং বিশ্ববিদ্যালয়ের পয়েন্টগুলোতে নীরবতা ব্যবস্থা জোরদার করা হয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলার তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের চারপাশের প্রবেশপথগুলোতে তিনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি মনিটরিং করছেন বলেও জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন