মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মিলন হোসেন (১৭) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার লক্ষীপুর-তৈলটুপী সড়কের পাশে মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
মিলন উপজেলার লক্ষীপুর গ্রামের চাঁদ আলী মণ্ডলের ছেলে। গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। সে বাক ও মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, গত ১সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে মিলন নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ির পাশের মসজিদে যান। এরপর দীর্ঘ সময়েও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করেন। তবে তাঁরা মিলনের কোনো খোঁজ পাননি। আজ দুপুরে প্রতিবেশীরা মাঠে কাজ করতে গেলে হলদি বাগানে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে।
ওই যুবকের বাবা চাঁদ আলী বলেন, মিলন সন্ধ্যেই নামাজ পড়ার জন্য মসজিদের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি, সে ঠিকমতো কথা বলতে পারতো না।
ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার বলেন, নিহত মিলনদের বাড়ির পাশেই মাঠে তাদের হলুদের ক্ষেতে তার মরদেহ পাওয়া গেছে, সে কিছুটা বাক ও মানসিক প্রতিবন্ধী ছিল বলে শুনেছি।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে মিলন নিখোঁজ ছিল। সে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছিল, বাড়ির পাশে তাদের নিজেদের ফসলের ক্ষেত থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, বাকিটা তদন্তে জানা যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন