Top News

চুয়াডাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা


 ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।


সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহরের সাহিত্য পরিষদ চত্ত্বর থেকে জেলা বিএনপি ও বিজিএমইএয়ের সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে পুরো জেলার নেতাকর্মীদের অংশ

গ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে খালিদ হাসান মিল্টনের তত্ত্বাবধায়নে সাহিত্য পরিষদ চত্ত্বরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে এবং দলের সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু ও সফিকুল ইসলাম পিটুর সঞ্চালনায় আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও বিজিএমইএয়ের সভাপতি মাহমুদ হাসান খান বাবু।


সভায় আলোচনায় অংশ নেন জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

Post a Comment

নবীনতর পূর্বতন