Top News

নূর-রাশেদ সহ গণঅধিকার পরিষদের সকল আহতদের সুস্থ্যতা কামনায় ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।




মোঃ রবিউল ইসলাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ


ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর,রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের আহত সকল নেতা কর্মীদের সুস্থ্যতা কামনা করে আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে গণ অধিকার পরিষদের ঝিনাইদহ সদর ও পৌর শাখা।


আজ বিকেলে ঝিনাইদহ আরাপপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আঞ্চলিক কার্যালয়ের সামনে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন,সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন,ঝিনাইদহ সদর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. হামিদ পারভেজ,জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী সহ দলটির অন্যান্য নেত কর্মীরা।


এ সময় বক্তারা বলেন,সাবেক ভিপি নুর এমন এক নুর যা অতিতেও মুছে ফেলা যায়নি এবং আগামীতেও মুছে ফেলা যাবেনা,২০১৮ সালের কোট সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে নুরের জন্ম তার দিকে যে চোখ দিয়ে খারাপ দৃষ্টিতে দেখবেন তা আর থাকবেনা।একই সাথে বক্তারা আরও বলেন,এখন পর্যন্ত এ হামলার সুষ্ঠু তদন্ত ও সমাধান আমরা পায়নি অতি দ্রুত অন্তর্বতী সরকার যেন এটার সুরাহা করে নইলে আমরা আবারও রাজ পথে নামব।সবশেষে হাফেজ মাওলানা আলী হাসানের দোয়ার মাধ্যমে ;দলের সকল আহতদের জন্য বিশেষ মোজাত করা হয়।


এদিকে জেলা গণ অধিকার পরিষদের ব্যানারে বিকেলে দলটির নেতা কর্মীরা ঝিনাইদহ শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ র‌্যালী বের করে।র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্তরে গিয়ে শেষ হয়।সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

Post a Comment

নবীনতর পূর্বতন