মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।আজ বুধবার (০৩ সেপ্টেম্বর ) দুপুরে জেলার মহেশপুর উপজেলার পৌর এলাকার গাড়াবাড়িয়া গ্রামের দাস পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত সীমান্ত দাস (০২) ওই গ্রামের মধু দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দাসপাড়ার মধু দাসের দুই বছর বয়সী ছেলে সীমান্ত দাস বল নিয়ে বাড়ির পাশে খেলা করছিলো।এ সময় খেলতে গিয়ে বলটি পাশের একটি ডোবার মধ্যে পড়ে গেলে শিশুটি বল আনতে গিয়ে ডোবায় পড়ে যায়।পরে পরিবারের লোকজন শিশুটিকে খোজাখুজির এক পর্যায়ে উক্ত ডোবায় শিশুটিতে ভাসতে দেখে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান,এ বিষয়ে থানায় পরিবারের পক্ষথেকে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি।
একটি মন্তব্য পোস্ট করুন