Top News

ঝিনাইদহের প্রবীণ সাংবাদিক আমিনুর রহমান টুকু আর নেই


মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ:ঝিনাইদহের প্রবীণ সাংবাদিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ,ঝিনাইদহ থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক ঝিনাইদহের’ সম্পাদক, বার্তা সংস্থা ইউএনবি’র জেলা প্রতিনিধি মানবাধিকার কর্মী, আমেনা খাতুন কলেজের (অবঃ) অধ্যক্ষ আমিনুর রহমান টুকু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকার আল-মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী ও চার পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হন। তাকে দ্রুত ঢাকার আল-মানার হাসপাতালে ভর্তি করা্ হয়। চিকিৎসাধীন থাকার আট দিন পর তিনি ইন্তেকাল করেন।

জানাগেছে সোমবার রাতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে নারিকেল বাড়িয়া আমেনা খাতুন কলেজ মাঠে,দ্বিতীয় জানাজা ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুম আমিনুর রহমান টুকু ঝিনাইদহ শহরের বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছসেবী সংগঠনের সাথে কাজ করেছেন। তিনি অসহায় মানুষের পাশে থেকে মানবাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তিনি ছিলেন অনুকরণীয়। তার মৃতু্্যতে ঝিনাইদহের সাংবাদিক, রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও সুশীল সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে। এদিকে সর্বজন শ্রদ্ধেয় গুণিজন আমিনুর রহমান টুকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান,ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আবুবকর মোঃ আলী আজম,সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,সাধারণ সম্পাদক মাজেদ রেজা বাধন,মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,ঝিনাইদহের বিশিষ্ট শিক্ষাবীদ এন এম শাহ জালাল,বাবলু কুন্ডু প্রমূখ।

Post a Comment

নবীনতর পূর্বতন