Top News

তারেক রহমানের ৩১ দফাই বাঙালির মুক্তির সনদ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে শহীদুল্লাহ ইমরান


মোঃ সাখাওয়াত হোসেন মামুন 

পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধিঃ


পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন বি এনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির সামনে উপস্হাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও রাজনৈতিক কার্যক্রম নিয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্হানীয় জন সাধারণের সাথে শ্যামগঞ্জ বাজার জালশুকা গ্রামে জম জম পাম্প সংলগ্ন ১৯ সেপ্টেম্বর শুক্রবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্বধলার উপজেলার গণমানুষের নেতা উপজেলা বিএনপি'র বিপ্লবী সদস্য-সচিব ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি নেত্রকোনা জেলা বি এন পির সিনিয়র সদস্য ত্রয়োদশ নির্বাচনে ১৬০ নেত্রকোনা -৫ পূর্বধলা আসনে বি এন পি থেকে মনোনয়ন প্রত্যাশী ক্লিন ইমেজের অধিকারী পূর্বধলার মাটি ও মানুষের নেতা এ এস এম শহীদুল্লাহ্ ইমরান।


প্রধান অতিথির বক্তব্যে শহীদুল্লাহ ইমরান বলেন,তারকে রহমানের ৩১ দফা এদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পোঁছে দিতে হবে। তারেক রহমানের ৩১ দফাই বর্তমানে বাঙালি জাতির মুক্তির সনদ।

তিনি আরো বলেন, বি এন পিতে সন্ত্রাস,মাস্তান,চাঁদাবাজ,ভূমিদস্যুর ঠাঁই নাই। 

তিনি আরও বলেন নির্বাচন নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে,পি আর পদ্ধতি সম্পর্কে এদেশের মানুষ জানে না।

তাই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন পূর্বের ন্যায়ের মতই হবে।


এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক,আহাম্মদ আলী সরকার, আলহাজ্ব হাজী আব্দুল গনি ,আব্দুল মান্নান ,আজিমদ্দিন তালুকদার আরশাদ , শেখ আবদুর রাশিদ , উপজেলা বিএনপি,র সদস্য সাজ্জাদ হোসেন তালুকদার সাচ্ছা , মোঃ গোলজার হোসেন, ডাঃ লতিফুর রহমান , ডাঃ আজিজ ,মো:বাচ্চু তালুকদার, ফারুক মিয়া,উপজেলা যুবদলের সদস্য-সচিব নাজমুল হুদা ফিরোজ, ফিরোজ তালুকদার, শাহজাহান মিয়া, আব্দুল মালেক , আব্দুল জলিল , খোরশেদ আলম , আব্দুর রেজ্জাক , মোফাজ্জল হোসেন, আব্দুর রাশিদ, আসাদুজ্জান ডানো , লিটন , ওয়ারেস মিয়া , শাজাহান মিয়া ,নয়ন মিয়া , মতিউর রহমান ,সুহাগ, শহিদুল ইসলাম, জুয়েল ফকির , দেলোয়ার হোসেন ,রিপন মাহমুদ, শরিফ,মোবারক, সুহেল,উজ্জ্বল মিয়া, মতি জারিয়া, এমদাদুল, জাহিদ , জসিম উদ্দিন ,বাদশা , রাসেল মিয়া , বাবুল , ওলামাদলের নেতা আতাউর রহমান রফিকী,আনিসুজ্জামান আনিস , জাহিদ হাসান , জাহাঙ্গীর আলম,হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি গৌতম দেব ও ইঞ্জিনিয়ার রুকন , হিমন , সায়েম, জহুর মিয়া , খায়রুজ্জামান খায়রুল ,সোহেল মিয়া, আজাহারুল , ইসলাম সজীব ,আল আমিন , হারুন , আনোয়ার , সবুজ , ইমরান হোসেন, মোজাম্মেল মিয়া, স্বাধীন , মিজান,শাহীন আলম, জুবায়ের, কাউসার খান ও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন ও সিঃ সহ-সভাপতি জয় সহ পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 

Post a Comment

নবীনতর পূর্বতন