সম্প্রতি এ ঘটনায় ঢাকার রমনা থানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে মামলা দায়ের করেন। উক্ত মামলার ১১নং আসামি করা হয় ভিপি নুরের উপর হামলার প্রতিবাদকারী এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র নেতৃত্বাধীন বিজেপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক তাসনিম বিন আজিজ ।
কিন্তু ভিপি নুরের ওপর হামলার ঘটনার সাথে সাথেই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক তাসনিম বিন আজিজ (ভিপি নুরের উপর হামলার আসামি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেন এবং ভিপি নুরুল হক নুর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক তাসনিম বিন আজিজ তাকে দেখতেও যান। বাংলাদেশী পোশাক
সেই তাসনিম বিন আজিজ কে ভিপি নুরের ওপর হামলার মামলায় ১১ নং আসামি করায় জনসাধারণ এর তীব্র নিন্দা জানিয়েছেন।
তাসনিম বিন আজিজ বলেন, গণঅভ্যুত্থানের পরেও এই ধরনের ভুল এবং মিথ্যা মামলা আমাদেরকে বিব্রত করে। গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা হওয়ার পরে আমরা সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম আ র আজ সেই মাললায় আমাকে ১১ নং আসামি করা হয়েছে। তথ্য যাচাই বাছাই ছাড়া এ ধরনের মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
এ সময় জনিউর রহমান সোজাত বলেন আমরা সব সময় সত্যের পক্ষে রাজনীতি করি সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছি। ভিপি নুর এর উপর হামলার ঘটনায় আমাদের সংগঠনই সবার আগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। আমরাও চাই ভিপি নূর এর উপর হামলাকারীদের শাস্তি হোক। কিন্তু গণঅভ্যুত্থানের পরেও এই ধরনের ভুল এবং মিথ্যা মামলা আমাদেরকে বিতর্কিত করে। আমরা সকলকে সাথে রাজনীতি করতে চাই আমি মনে করি বিভিন্ন উপর হামলাকারীদের উপযুক্ত শাস্তি হবে এবং আমাদের সংগঠনের যাদের নামে মিথ্যা মামলা হয়েছে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করবে গণধিকার পরিষদের নেতা কর্মীরা।
একটি মন্তব্য পোস্ট করুন