মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বোমা বিস্ফোরণে নাজিম আলী (১০) নামের এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কেষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাজিম আলী ঐ গ্রামের রোজদার আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে কেষ্টপুর গ্রামে ইশারত আলী ও সিরাজ মালিতার বাড়ির পাশে রাস্তার ওপরে বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় রোজদার আলীর ছেলে কেষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া নাজিম বোমার আঘাতে আহত হয়।
ওই গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, সন্ধ্যার সময় আমাদের এলাকায় বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সে সময় আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এরপর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা যায়, আমার ছেলে ৪র্থ শ্রেণীতে পড়ে।
সে প্রাইভেট পড়তে যাওয়ার সময়ে দুর্বৃত্তদের বোমার আঘাতে হাতে, মাথায় এবং পায়ে আঘাত পায়। সংবাদ পেয়ে দ্রুতই উদ্ধার করে তাকে চিকিৎসা করা হয়। বর্তমানে সে ভালো আছে।
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মুলত লিখন ও সাগরের মধ্যে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটে। তবে শিশুটি বোমার আঘাতে নয়; উচ্চশব্দে রাস্তায় পড়ে গিয়ে আহত হয় বলেও জানান ঐ শীর্ষ পুলিশ কর্মকর্তা।
একটি মন্তব্য পোস্ট করুন