মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ ,ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জ জেলা সদরে অবস্থিত বাংলাদেশ জুট কর্পোরেশন (বিজেসি)-এর নন্দকিশোর লোহিয়া নামীয় ১.৯৮ একর সম্পত্তি ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরের জন্য লিজ দেওয়া হয় মোঃ নূর হোসেন স্বপনের কাছে। তবে চুক্তি কার্যকর হওয়ার আট মাস অতিবাহিত হলেও এখনো লিজকৃত জায়গা থাকা ভাড়াটিয়া দোকানদার গণ প্রকৃত মালিককে ভাড়া প্রদান করেনি এবং লিজ গ্রহীতা সম্পত্তির দখল বুঝে পাননি।
জানা যায়, নির্ধারিত চুক্তি অনুযায়ী বার্ষিক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ভাড়ায় সম্পত্তিটি লিজ দেওয়া হয়। চুক্তিপত্রে সব নিয়মনীতি এবং শর্ত সন্নিবেশিত থাকলেও বাস্তবে চুক্তি অনুযায়ী সম্পত্তি হস্তান্তর হয়নি। ফলে ভাড়াটিয়া পক্ষ দীর্ঘদিন ধরে সম্পত্তির ভাড়া পরিশোধে বিরত রয়েছে।
ভাড়াটিয়া পক্ষের বক্তব্য, “আমরা ভাড়া দিতে আগ্রহী, তবে কাকে ভাড়া দিবো বা কার হাতে দিবো সেটি বুঝতে পারছি না। এই বিষয়ে পরিষ্কার কোনো দিকনির্দেশনা পাওয়া যায়নি।” এদিকে লিজ গ্রহীতা মোঃ নূর হোসেন স্বপন জানান, “আমরা বৈধভাবে চুক্তিপত্র সম্পাদন করেছি, কিন্তু এখন পর্যন্ত জায়গাটি বুঝে পাইনি। কে বা কারা যেন আমাদের জায়গা বুঝে নিতে এবং ভাড়াটিয়া পক্ষকে ভাড়া দিতে নিষেধ করছে।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমস্যাটির সমাধান চেয়ে আবেদন করা হয়েছে বলেও জানান লিজ গ্রহীতা।
উল্লেখ্য, সরকারি সম্পত্তি ব্যবস্থাপনায় এমন অনিয়ম ও জটিলতা জনমনে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে সরকারি রাজস্ব ক্ষতির সম্মুখীন হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
একটি মন্তব্য পোস্ট করুন