Top News

বড়াইগ্রামে মহিলা চৌকিদারের বাড়িতে রমরমা দেহ ব্যবসা হাতেনাতে আটক ৫

 


মোঃ সৈকত হোসেন, নাটোর জেলা প্রতিনিধিঃ 


নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫নং মাঝগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তিরাইল পূর্বপাড়া গ্রামে মহিলা চৌকিদার আম্বিয়ার বাড়িতে রমরমা দেহ ব্যবসার অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।


ঘটনাটি ঘটেছে সোমবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিরাইল গ্রামের মৃত রহমানের মেয়ে ও স্থানীয় মহিলা চৌকিদার আম্বিয়া দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে দেহ ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় স্থানীয়দের ক্ষোভের পর সোমবার রাতে তারা আম্বিয়ার বাড়িতে অভিযান চালিয়ে কয়েকজনকে হাতেনাতে আটক করে।


আটককৃতরা হলেন—

সুনামগঞ্জ জেলার ছাতক থানার মোঃ এলেমান মিয়ার ছেলে মোঃ সজিব হাসান রনি,তিরাইল গ্রামের মোঃ হারুনুর রশিদের মেয়ে মোছাঃ মিতু খাতুন,নরসিংদী জেলার লাইফুরা উপজেলার মোঃ আক্তার হোসেনের মেয়ে মোছাঃ চাঁদনী আক্তার ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার মৃত আসমত আলী ছেলে মোঃ শাকিল আহমেদ ও দেহ ব্যসার সর্দানি মহিলা চৌকিদার আম্বিয়া। 

এলাকাবাসী জানান, চৌকিদার আম্বিয়া দীর্ঘদিন ধরে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাকে কেউ কিছু বলতে সাহস পেত না, কারণ তিনি প্রভাবশালী ও ভয়ংকর স্বভাবের নারী হিসেবে পরিচিত।


স্থানীয় ময়নাল হোসেন বলেন, “আম্বিয়া দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে। আমরা বহুবার বাধা দিয়েছি, কিন্তু সে থামেনি। অবশেষে আজ হাতেনাতে ধরা পড়েছে।


এ ঘটনায় এলাকাবাসী থানায় খবর দিলে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন