মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,স্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বইতে শুরু করেছে নির্বাচনের আগাম হাওয়া। হাওরবেষ্টিত এই আসনের গ্রাম, হাটবাজার, চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম— সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রে কে হচ্ছেন পরবর্তী সংসদ সদস্য।
গত শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) দুপুরে মিঠামইন উপজেলার কেওয়ারজোড় বাজার, ভরাটি ও রহমতপুর এলাকায় ঘুরে দেখা যায়, ভোটারদের মধ্যে নির্বাচনী উচ্ছ্বাস ইতোমধ্যেই স্পষ্ট। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই আগেভাগেই নিজেদের পছন্দের প্রার্থী নির্ধারণ করেছেন।
আলোচনায় থাকা প্রার্থীরা
এ আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন— বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান, সাবেক সচিব আব্দুর রহিম মোল্লা, চিকিৎসক ও সমাজসেবক ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী, তরুণ সংগঠক সুরঞ্জন ঘোষ এবং শাহীন রেজা চৌধুরী।
তারা সকলে নিজ নিজ অবস্থান থেকে মাঠে সক্রিয় রয়েছেন এবং তৃণমূল পর্যায়ে যোগাযোগ জোরদার করেছেন।
ভোটারদের মতামত
স্থানীয় ভোটারদের মতে, বিএনপি দলীয় প্রার্থীর প্রতি সমর্থনের ঝোঁক কিছুটা বেশি। তবে কে দলীয় মনোনয়ন পাবেন, তা নিয়ে এখনো নিশ্চিত ধারণা পাওয়া যায়নি। অনেকের মতে, যদি বিএনপি থেকে প্রার্থী হন, তাহলে এডভোকেট মো. ফজলুর রহমান ও ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী— এই দুজনের মধ্যে যেকোনো একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “আমরা এমন প্রার্থী চাই, যিনি শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর এলাকার মানুষের পাশে থাকবেন এবং উন্নয়নে কাজ করবেন।”
উন্নয়নই প্রধান প্রত্যাশা
হাওরাঞ্চলের জনগণ বলছেন, দলের চেয়ে এখন প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা ও উন্নয়ন ভাবনা বেশি গুরুত্ব পাচ্ছে। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম— এই তিন উপজেলার মানুষ চান এমন জনপ্রতিনিধি, যিনি বর্ষা মৌসুমে চলাচলের দুর্ভোগ লাঘব, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিনির্ভর অর্থনীতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
একজন তরুণ ভোটার বলেন, “এখন সময় বদলে গেছে। আমরা দল নয়, যোগ্য মানুষকেই ভোট দেব। যিনি আমাদের সমস্যাগুলো বুঝবেন, তার পক্ষেই রায় যাবে।”
নির্বাচনী মাঠে গতি বাড়ছে
সব মিলিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের রাজনীতিতে নির্বাচনী আমেজ দিন দিন বাড়ছে। সম্ভাব্য প্রার্থীরা মাঠে নামছেন, ভোটাররাও আগ্রহভরে তাদের যোগ্যতা যাচাই করছেন। হাওর জনপদের বাতাসে এখন ভেসে বেড়াচ্ছে নির্বাচনের উত্তাপ— কে হবেন জনগণের আস্থাভাজন প্রতিনিধি, সেটিই এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু।

একটি মন্তব্য পোস্ট করুন