![]() |
| সভাপতি: রুপন কুমার সরকার, সাধারণ সম্পাদক: এম এন আলম |
আনারুল ইসলাম, দূর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
দুর্গাপুরে এনজিও সমন্বয় পরিষদের দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্বউৎরাইলের রুসা মিলনায়তনে নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এবং সদস্য হিসেবে ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. মাসুল তালুকদার ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, কবি জন ক্রসওয়েল খকসি প্রমুখ।
নির্বাচনে ব্যালটের মাধ্যমে ডিএসকে কর্মকর্তা রুপন কুমার সরকার সভাপতি এবং রুসা বাংলাদেশের নির্বাহী পরিচালক এম এন আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত সভাপতি রুপন কুমার সরকার বলেন, “আমি নির্বাচিত হয়েছি মানে আপনারা সকলেই নির্বাচিত হয়েছেন। আমি আপনাদের প্রতিনিধি মাত্র। সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

একটি মন্তব্য পোস্ট করুন