Top News

চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও ছাত্রনেতা আবুল হাসানাতকে সম্মাননা স্মারক প্রদান।


 

মোঃ কাউছার পাটোওয়ারী বিশেষ প্রতিনিধি:-


জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'মেইড ইন চাঁদপুর কালচারাল ফ্যাস্টিভ্যালে'র আলোচনা পর্বের অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ছাত্রনেতা আবুল হাসানাতকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয় চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের পক্ষ থেকে।


সম্মাননা স্মারক তুলে দেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি ও জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মুনিরা চৌধুরী, সহ-সভাপতি নাঈমা মোশাররফ, জাসাস চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব মোবারক হোসেন সিকদারসহ অন্যরা।


আবুল হাসানাতের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তার বন্ধু সিতাব খান। উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের সভাপতি, উৎসব উদযাপন কমিটির সমন্বয়ক ও জাসাস চাঁদপুর পৌর শাখার সদস্য সচিব সিয়াম খান।

Post a Comment

নবীনতর পূর্বতন