Top News

লালন ভূমি থিয়েটারে লালন সাঁয়ের ১৩৫তম তিরোধান দিবস উদযাপন।


 মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ

মহাত্মা লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে লালন ভূমি থিয়েটার কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালন ভূমি থিয়েটারের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন (নয়ন) সহ-সভাপতি আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শাহ্, সহ-সাধারণ সম্পাদক মোঃ রইজুল ইসলাম,অর্থ সম্পাদক মোঃ রতন আলী মন্ডল ও মোঃ নায়েব আলী সহ সাংস্কৃতিক অজ্ঞনের নেতৃবৃন্দ। 


উক্ত আলোচনা সভায় বক্তাগন লালন শাহের জীবন ও দর্শনের ওপর আলোচনা করে বলেন, লালন শাহ্ ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে ভালোবাসা ও ঐক্যের বাণী প্রচার করেছেন। তার কথা ও গান আধ্যাত্মিক ও সুফিবাদের পরিচয় বহন করে। আলোচকরা বলেন, আজকের বিভাজিত সমাজে লালনের মানবতাবাদী শিক্ষা আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। 


তাঁর গান ও দর্শন আমাদের শেখায় “মানুষ ভজলে সোনার মানুষ হবি”। আলোচনা সভা শেষে লালন ভূমি থিয়েটারে শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন