মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
মহাত্মা লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে লালন ভূমি থিয়েটার কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালন ভূমি থিয়েটারের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন (নয়ন) সহ-সভাপতি আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শাহ্, সহ-সাধারণ সম্পাদক মোঃ রইজুল ইসলাম,অর্থ সম্পাদক মোঃ রতন আলী মন্ডল ও মোঃ নায়েব আলী সহ সাংস্কৃতিক অজ্ঞনের নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভায় বক্তাগন লালন শাহের জীবন ও দর্শনের ওপর আলোচনা করে বলেন, লালন শাহ্ ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে ভালোবাসা ও ঐক্যের বাণী প্রচার করেছেন। তার কথা ও গান আধ্যাত্মিক ও সুফিবাদের পরিচয় বহন করে। আলোচকরা বলেন, আজকের বিভাজিত সমাজে লালনের মানবতাবাদী শিক্ষা আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক।
তাঁর গান ও দর্শন আমাদের শেখায় “মানুষ ভজলে সোনার মানুষ হবি”। আলোচনা সভা শেষে লালন ভূমি থিয়েটারে শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন